ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

একাধিক পদে এসআইবিএল ফাউন্ডেশন হাসাপাতালে ‍নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ১২ জানুয়ারি ২০১৮

ঢাকা শহরের প্রাণকেন্দ্র গ্রীনরোডে অবস্থিত এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৮ পদে লোকবল নিয়োগ দেবে।আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) কনসালটেন্ট-গাইনী, পেডিয়াট্রিক বা নিওনেটালজি, নেফ্রোলজি, এনেস্থেশিওলজি

যোগ্যতা

এমবিবিএস, এফসিপিএস বা এমএস বা এমডি ডিগ্রিধারী। এনেস্থেসিয়া বিভাগে নূন্যতম ডিপ্লোমা।

২) সহকারি রেজিষ্টার (গাইনী)

যোগ্যতা

এমবিবিএস বা এফসিপিএস(পার্ট-০১) বা ডিজিও, প্রতিষ্ঠিত হাসপাতালে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) আবাসিক মেডিকেল অফিসার পুরুষ বা মহিলা

যোগ্যতা

এমবিবিএস পাস। আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা মেডিকেল অফিসার হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪) মেডিকেল অফিসার(এনআইসিউ)পুরুষ বা মহিলা

যোগ্যতা

এমবিবিএস পাস। এনআইসিউতে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫) নার্স (ওয়ার্ড)

যোগ্যতা

বিএসসি বা ডিপ্লোমা ইন নর্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফেরী, স্বনামধন্য হাসপাতালে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৬) নার্স( এনআইসিউ)

যোগ্যতা

বিএসসি বা ডিপ্লোমা ইন নর্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফেরী, স্বনামধন্য হাসপাতালে এনআইসিউ বিভাগে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৭) নার্স(আইসিইউ)

যোগ্যতা

বিএসসি বা ডিপ্লোমা ইন নর্সিং সায়েন্স, স্বনামধন্য হাসপাতালে আইসিইউ বিভাগে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৮) নার্স (ডায়ালাইসিস ইউনিট)

যোগ্যতা

বিএসসি বা ডিপ্লোমা ইন নর্সিং সায়েন্স, স্বনামধন্য হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৯) এক্সিকিউটিভ( মার্কেটিং)

যোগ্যতা

স্নাতক বা স্নাতকোত্তর (মার্কেটিং বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)। হাসপাতালে মার্কেটিং বিভাগে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১০) অফিস সহকারী

যোগ্যতা

স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ। সংশ্লিষ্ট কাজে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১১) কম্পিউটার অপারেটর (রিপোর্ট) (Echo, ETT)

যোগ্যতা

এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ। হাসপাতালে রির্পোটিং-এ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১২) ইলেকট্রিশিয়ান

যোগ্যতা

এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৩) সহকারী এক্স-রে টেকনিশিয়ান

যোগ্যতা

এসএসসি বা এইচএসসি পাস এবং হাসপাতালে এক্স-রের কাজে নূন্যতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৪) লিফট অপারেটর

যোগ্যতা

এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৫) মেসেঞ্জার

এসএসসি বা এইচএসসি পাস।

১৬) আয়া

যোগ্যতা

এসএসসি বা অষ্টম শ্রেণি পাস। স্বনামধন্য হাসপাতালে এনআইসিউ বিভাগে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৭) ওয়ার্ডবয়

যোগ্যতা

এসএসসি বা অষ্টম শ্রেণি পাস। স্বনামধন্য হাসপাতালে এনআইসিউ বিভাগে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৮) ক্লিনার

যোগ্যতা

এসএসসি বা অষ্টম শ্রেণি পাস। স্বনামধন্য হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা দরখাস্তের সাথে পরিপূর্ণ বায়োডাটা (ফোন নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট  সাইজের ৩ কপি সত্যায়িত ছবি সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে।

যে ঠিকানায় আবেদন পত্র পাঠাবেন

মেডিকেল ডিরেক্টর, এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফাত্তাহ প্লাজা, ৭০ গ্রীন রোড, পান্থপথ, ঢাকা-১২০৫ ।

 

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি,২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: কালের কণ্ঠ (১২ জানুয়ারি,২০১৭)

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি