ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

একুশে টিভির সংবাদ প্রচারের পর রেজওয়ানা বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ২১:৩১, ৭ নভেম্বর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দবস্ত দেওয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো।

মন্ত্রণালয় জানায়,  এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

এদিকে গত ২৮ সেপ্টেম্বর দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন এই বিষয়টি অনুসন্ধান করে সর্বপ্রথম একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে যে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে সুরের ধারা সংগীত বিদ্যালয়টি গড়ে উঠেছিল তার বিস্তারিত তুলে ধরা হয়। 

একুশে টিভির ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানার নির্দেশে রেজওয়ানা চৌধুরী বন্যার গানের স্কুল ‘সুরের ধারা’র জন্য রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের একাংশ বরাদ্দ দেওয়া হয়। তড়িঘড়ি করে এই বরাদ্দপ্রক্রিয়া সম্পন্ন করেন ততকালীন গণপূর্তমন্ত্রী ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। খাল ভরাট করে বন্যার ‘সুরের ধারা’ করার নির্দেশ দেন হাসিনা। 

এছাড়া প্রভাবশালীদের নির্দেশে লীজ পাওয়া ওই স্থানে বহুতল ভবনের অনুমতিও মিলে। খোঁজ নিয়ে জানা গেছে, যদিও রেজওয়ানা চৌধুরি বন্যার সুরের ধারার প্লটিতে বহুতল ভবন নির্মাণ রাজউকের নীতি পরিপন্থি।   

সুরের ধারা গানের স্কুলের ভিত্তিপ্রস্থর করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তরের মেয়র আতিকুল রহমান, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘সুরের ধারা’ গড়ে তোলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি