একুশে টেলিভিশনকে বৃহত্তর খুলনা সমিতির অভিনন্দন
প্রকাশিত : ২১:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/06-2502101548.jpg)
বৃহত্তর খুলনা সমিতি ঢাকার অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠানের সম্প্রচারের মিডিয়া পার্টনার হওয়ায় একুশে টেলিভিশন কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে সমিতি।
দপ্তর সম্পাদক লায়ন খান আখতারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়।
ওই প্রেস বার্তায় জানানো হয়, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার অভিষেক ও মিলন মেলার জমকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্য সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইওকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং মিডিয়া পার্টনার হিসেবে সংবাদ প্রচারের বিষয়ে সম্মতি জানান।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের এই মহতী সিদ্ধান্তকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমিতির সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।
এমবি//