ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসশকের অভিযান

প্রকাশিত : ১৭:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৬

itvataএকুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর বরগুনায় নদী দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজেষ্ট্রেট আরএম সেলিম শাহ নেওয়াজের নেতৃত্বে বেলা ১২ টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় কোন প্রকার ছারপত্র ছাড়াই বিষখালী নদীপাড় এলাকায় গড়ে ওঠা অবৈধ ইট ভাটা ভেঙ্গে দিয়ে বন্ধের নির্দেশ দেন ম্যাজিষ্ট্রেট। এবং ১০ হাজার টাকা জরিমানা করেন ভাটা কর্তৃপক্ষকে। এছাড়াও ১৫ দিন সময় দেয়া হয়েছে ভাটার সকল সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্যে। এ বছর নদীর চড় দখল করে সংরক্ষিত বনের পাশ দিয়ে ইটভাটাটি গড়ে ওঠে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি