ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

একুশে টেলিভিশনের এডিশনাল চিফ ফাইন্যান্স অফিসারের বিদায় সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২৭ জুন ২০২২ | আপডেট: ২১:১৭, ২৭ জুন ২০২২

একুশে টেলিভিশনের এডিশনাল চিফ ফাইন্যান্স অফিসার সাত্বিক আহমেদ শাহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৭ জুন) প্রতিষ্ঠানের বোর্ড রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

তিনি ২০১৫ সাল থেকে একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন। বিদায় সংবর্ধনায় একুশে টেলিভিশনের পক্ষ থেকে তার হাতে ফুলের তোড়া, ক্রেস্ট এবং উপহার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় একুশে টেলিভিশনে সাত্বিক আহমেদ শাহ এর অবদানের কথা স্মরণ করার পাশাপাশি তার জন্য শুভ কামনাও জানান। 

এসময় সাত্বিক আহমেদ শাহ একুশে টেলিভিশনে তার দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতা দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।  

তিনি চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে আগামী ৩০ জুন যোগ দেবেন। 

একুশে টেলিভিশনের হেড অব নিউজ রাশেদ চৌধুরী, চিফ প্ল্যানিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর বিপ্লব কুমার পাল, অনুষ্ঠান প্রধান পঙ্কজ বণিক, হেড অফ বিওআইটি সুজন দেবনাথসহ বিভিন্ন বিভাগের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাম্মি আক্তার। 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি