ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

একুশে টেলিভিশনের সূচনা লগ্নের সহকর্মীকে সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২৫ নভেম্বর ২০২৪

একুশে টেলিভিশনের সূচনা লগ্নের সহকর্মীকে সংবর্ধনা জানালেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। একুশের জন্মলগ্ন থেকে দৃষ্টি, মিউজিক ক্যাফে, পথের প্যাঁচালীসহ শতাধিক জনপ্রিয় অনুষ্ঠানের নির্মাতা জুবায়ের বাবু। 

তাঁর সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিওও তাসনোভা মাহবুব সালামসহ একুশে পরিবার।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একুশের যাত্রা শুরু হয়েছিল ২০০০ সালে। টেলিভিশন অনুষ্ঠানের যে কয়েকজন পরিবর্তনের ছোঁয়া এনেছিলেন তাদের একজন জুবায়ের বাবু।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রায় দেড় যুগ পর পুরোনো কর্মস্থলে আসায় একুশে পরিবারের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন।

একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম শুভেচ্ছা জানান পুরোনো সহকর্মীকে।

এরপর অতিথীকে নিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা পরিদর্শন করেন একুশে পরিবার।

এসময় একুশে টেলিভিশনের সাথে সম্পর্কের সমীকরণের গল্প তুলে ধরেন জুবায়ের বাবু। একইসাথে আগামীর জন্য শুভকামনা জানান তার ভালোবাসার প্রথম এই চ্যানেলের জন্য।

একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিওও তাসনোভা মাহবুব সালাম বলেন, সাবেক এই সহকর্মীকে পেয়ে আনন্দের কথা এবং চ্যানেল নিয়ে তার আগামীর পরিকল্পনা।

নব উদ্যমে এগিয়ে যাচ্ছে একুশে টেলিভিশন, এই অগ্রযাত্রায় জুবায়ের বাবুকে পাশে থাকার আহ্বান জানালেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।

পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ স্লোগানে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের হাত ধরে চ্যানেলটি এগিয়ে চলেছে সাহসিকতার সাথে। তাই তো এতো দিনের এ অগ্রগতিতে ভূমিকা রাখা সহকর্মীদের প্রতি তিনি এতোটাই আন্তরিক ও দায়িত্বশীল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি