ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

একুশের সম্প্রচার বিভাগের জিএম সুজন দেবনাথের জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৬ মার্চ ২০২৩ | আপডেট: ১৯:৫১, ১৬ মার্চ ২০২৩

একুশে টেলিভিশনের সম্প্রচার ও প্রকৌশল বিভাগের জেনারেল ম্যানেজার সুজন দেবনাথের শুভ জন্মদিন উদযাপন হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় একুশে টেলিভিশনের আট তলায় তার জন্মদিনের আয়োজন করে সম্প্রচার ও প্রকৌশল বিভাগ। এ সময় এই বিভাগের সদস্যরা ফুল, কেক ও বেলুন সাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। 

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় প্রতিষ্ঠানের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব নিউজ রাশেদ চৌধুরী, হেড অব মার্কেটিং মো. ফেরদৌস নাঈম পরাগ, সিএনই অখিল পোদ্দার, হেড অব এইচআর এডমিন মো. নাসিম, এসাইনমেন্ট এডিটর রাশেদ আলী, কমিশনিং এডিটর প্রোগ্রাম সাইফ উদ্দিন আহমেদসহ অনেকে। 

সবার উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। একে একে অতিথিরা সম্প্রচার ও প্রকৌশল বিভাগের জেনারেল ম্যানেজার সুজন দেবনাথকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 

তার দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ করেন প্রতিষ্ঠানের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

পরে কেক ও মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয় জন্মদিন উৎসব। 

সার্বিক তত্ত্বাবধানে ছিল সম্প্রচার ও প্রকৌশল বিভাগ, একুশে টেলিভিশন। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি