ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একে একে কারামুক্ত হচ্ছেন বিডিআর জওয়ানরা, অধীর অপেক্ষায় স্বজনরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলাতে জামিন পেয়ে ১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন বিডিআরের ১৭৮ জন সাবেক সদস্য। বিস্ফোরক মামলায় জামিনের পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তারা।

পিলখানা ট্রাজেডির ঘটনায় বিষ্ফোরক আইনে করা মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন ১৭৮ জন। গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুন্যাল– ২ এর বিচারক ইব্রাহীম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় যারা খালাশ পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরইমধ্যে যাদের সাজাভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। শর্তাবলি পর্যালোচনা করে গতকাল ২২ জানুয়ারি ১৭৮ জনের জামিননামা কারা কর্তৃপক্ষের কাছে পাঠায় প্রসিকিউশন।

এদিকে দীর্ঘ ১৬ বছর পর কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্ত বাতাসে বরণ করে নিতে সকাল থেকে কারাগারের ফটকে ফুল হাতে অপেক্ষা করছেন স্বজনেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি