ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এক্স সিরামিক্সের চিফ ব্র্যান্ড অফিসার ক্রিকেটার শান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১৬ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৪:২৮, ১৬ এপ্রিল ২০২৪

দেশি সিরামিক কোম্পানি এক্স সিরামিক্স গ্রুপের নতুন চিফ ব্র্যান্ড অফিসার হিসাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত।

রাজধানীর গুলশান লিংক রোড এমএফ টাওয়ারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন এক্স ইনডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়ানুরাগী মাহিন মাজহার।

তিনি জানান, দেশের তরুণ ও প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে সংযোগ গড়ে তোলাসহ ক্রীড়াঙ্গনে আরও বিনিয়োগের উদ্দেশ্যেই এক্স সিরামিকস গ্রুপের এই উদ্যোগ।

মাহিন মাজহার আরও বলেন, নাজমুল হোসেন শান্ত আমাদের ব্র্যান্ডকে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন পর্যায়ে রিপ্রেজেন্ট করবে। শান্ত যখন আমাদের ব্র্যান্ডকে সকলের সামনে তুলে ধরবে তখন হয়তো সবাই আমাদের এই ব্র্যান্ডকে নিয়ে ভাবতে শুরু করবে। এক্সসিরামিক দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সুদুরপ্রসারী চিন্তা-ভাবনা করবে।

নাজমুল হোসেন শান্ত বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় সিরামিক কোম্পানিতে যোগদান করতে পেরে আমি রোমাঞ্চিত। ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্র্যান্ড প্রসারে সচেষ্ট থাকব। এক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য এক্স সিরামিক গ্রুপকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি