ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এখন আর সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এখন আর সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের। 

বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ডোনাল্ট লু’র চিঠি ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তরের পর সংবাদিকদের এ কথা বলেন তিনি। 

ওবায়েদুল কাদের বলেন, চিঠির বিষয়ে দলের সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর দলের পক্ষ থেকে জবাব দেয়া হবে। 

এর আগে পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কোন দলের পক্ষ নেবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। 

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার বিকালে এ চিঠি পাওয়ার কথা জানান। ওইদিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি