এখন কেমন আছেন তামিম ইকবাল?
প্রকাশিত : ২২:১২, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ২২:১৪, ২৪ মার্চ ২০২৫

বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই ব্যাটার। হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থায় ছিলেন না বলে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। তাতে প্রাথমিক বিপদ কেটে গেছে, তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে।
চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম।
২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডি-সি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।
তবে আপাতত তামিম হাসপাতাল ছাড়তে পারছেন না। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। অর্থাৎ সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা বলেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
তামিমের খোঁজখবর নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন। নিজাম উদ্দিন জানান, তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত প্রধান উপদেষ্টাকে অবহিত করছেন তারা।
তামিমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এমবি//