ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এখনও আগুন জ্বলছে হাসিনার বাসভবন সুধা সদনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুদা সদনে আগুন দেওয়া হলেও বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরেও ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।

নিরাপত্তারক্ষীরা জানান, বুধবার রাতে সুধা সদনে আগুন দেয়া হয়। ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে সব সংযোগ বিচ্ছিন্ন করেন।

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পাই আমরা। আমাদের নিরাপত্তা ছিল না। তাই সুধা সদনে আগুন নেভাতে যাওয়া সম্ভব হয়নি।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা গতকাল রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাষণ দেন। একে কেন্দ্র বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।

প্রসঙ্গত, গণভবনে যাওয়ার আগে শেখ হাসিনা এই বাড়িতে থাকতেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি