ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এগিয়ে যাচ্ছে ই-কমার্স খাত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

দেশে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ই-কমার্স খাত। গত দেড় বছরে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিজনেস পেইজে লেনদেন হয়েছে প্রায় ১৭শ’ কোটি টাকা। দেশীয় ই-কমার্সের অন্যান্য সাইটের হিসেবে এর পরিমান অনেক বেশি বলে জানালেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার। আর এ’ খাতকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য শিগগিরই নীতিমালা করা হবে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

দেশের অন্যতম সম্ভাবনাময় খাত ই-কমার্স। প্রাতিষ্ঠানিকতার বাইরে ব্যক্তি উদ্যোগেও চলছে বিভিন্ন ই-কমার্স সাইট। এর বেশিরভাগই পরিচালিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে, এই খাতে বাণিজ্যের ক্ষেত্রে অবকাঠামোগত সহ বিভিন্ন সমস্যার কথা জানান উদ্যোক্তারা।

ই-ক্যাবের প্রেসিডেন্ট জানালেন, ক্রেডিট কার্ডসহ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। আর প্রান্তিক পর্যায়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে ডাক বিভাগের সহায়তা চাইলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট।

ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বললেন, ই-কমার্স খাতকে আরো সুসংহত করতে প্রস্তাবিত ই-কমার্স নীতিমালাকে ডিজিটাল নীতিমালা নামে চূড়ান্ত করা হবে।

ই-কমার্স খাত এক সময়ে গার্মেন্ট শিল্পকে ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা প্রযুক্তি মন্ত্রীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি