ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এগ্রিকালচারাল অলিম্পিয়াডে পবিপ্রবির দু’জন বিজয়ী

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১ জুন ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড (বিএও) সিজন-৩’র চূড়ান্ত পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জনই বিজয়ী হয়েছেন।

এনিমেল হেলথ এন্ড মেডিসিন ক্যাটাগরিতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী জয় দে ও ফুড ও নিউট্রিশন ক্যাটাগরিতে নিউট্রিশন ও ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী ফজলে রাব্বি বিজয়ী হন।

শুক্রবার ( ৩১ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরুর মধ্য দিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচার অলিম্পিয়াড।  

চূড়ান্ত পর্বের পরীক্ষায় ২৫০ জনের অধিক অংশগ্রহণকারীর মধ্যে থেকে অনুষ্ঠানে এগ্রিকালচার, এগ্রিকালচারাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, অ্যানিমেল প্রডাকশান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স, অ্যানিমেল হেলথ অ্যান্ড বায়োসিকিউরিটি, ফুড অ্যান্ড নিউট্রিশন, এগ্রিবিজনেস অ্যান্ড এগ্রিকালচারাল ইকোনোমিক্স এবং ফিশারিজসহ মোট আটটি ক্যাটাগরির ওপরে পুরস্কার দেওয়া হয়। 

প্রতি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ২৪ জনকে এবং সেরা তিনজন প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হয়। 

পুরস্কৃার হিসেবে তাদেরকে সার্টিফিকেট, মেডেল, বই ও গিফট বক্স দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি