ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এডাটার নতুন পাওয়ার ব্যাংক পি১০০৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলা এডাটা পি১০০৫০  মডেলের নতুন পাওয়ার ব্যংক । নতুন এই পাওয়ার ব্যাংকটি  পি১০০৫০ মিলি এম্পিয়ার সমৃদ্ধ।

দ্রুত গতিতে চার্জ দিতে সক্ষম পাওয়ার ব্যাংকটিতে দুইটি ইউএসবি আউটপুট আছে। এর ফলে একই সাথে দুইটি ডিভাইস চার্জ দেওয়া যাবে এতে। প্রতি আউটপুট ২.৪ এম্পয়িার  সম্পন্ন। 

২২০ গ্রাম ওজনের পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ডিসি৫ভি/২.০ এ ইনপুট  সুবিধা। এছাড়াও পাওয়ার ব্যাংকটিতে আছে শক্তিশালী এলইডি ফ্ল্যাশ লাইট। ১৪৯৯ টাকা মূল্যের পাওয়ার ব্যাংকটি পাওয়া যাবে কালো অথবা নীল রঙে।১ প্রত্যেকটি পাওয়ার ব্যাংক এর সাথে ৩৫০ টাকা দামের একটি ১০০ সেঃ মিঃ মাইক্রো ইউএসবি ক্যাবল পাচ্ছেন বিনামূল্যে দিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি