ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

এনআরবি গ্লোবাল ব্যাংকের টাউন হল মিটিং-২০১৬ অনষ্ঠিত

প্রকাশিত : ১৭:১৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর একটি হোটেলে এনআরবি গ্লোবাল ব্যাংকের টাউন হল মিটিং-২০১৬ অনষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এনআরবি গ্লোবাল ব্যাংকের বিভিন্ন শাখার বার্ষিক লক্ষ্যমাত্রা ও লাভ-লোকসান নিয়ে আলোচনা হয়েছে। ২০১৩ সালের ২৩ শে অক্টোবর থেকে শুরু হওয়া এই ব্যাংকের ২৬ টি শাখার মধ্যে বর্তমানে ১৩ টি শাখা অর্থনৈতিকভাবে লাভজনক অবস্থানে আছে বলে জানানো হয়। অনুষ্ঠানে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী ছাড়ও ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ এবং বিভিন্ন শাখার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৬ সালের মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংক ১০০ কোটি টাকা লাভের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি