ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এনসিপি থেকে পদত্যাগ করে আগের দলে আবু হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। 

বৃহস্পতিবার (৬ মার্চ )সন্ধ্যায় তিনি নাগরিক পার্টির আহ্বায়ক বরাবর আবেদন করে যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন। 

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে আবু হানিফ পুনরায় গণআধিকার পরিষদে ফিরে এসেছেন। তার সঙ্গে আরও তিনজন নেতা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছিলেন বলে জানা যায়। তারাও গণঅধিকার পরিষদেই ফের চলে আসতে পারেন।

আবু হানিফের পদত্যাগ ও ঘরে ফেরার বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, জাতীয় নাগরিক পার্টিতে আবু হানিফের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। আবু হানিফের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাকি যারা গেছে তারাও গণঅধিকার পরিষদের ফিরে আসবে বলে আশা করি। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি