ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

এনায়েতপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কাপড়-স্বর্ন লুট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৮

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা তীরবর্তী এলাকায় নৌ ডাকাতদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ডাকাত দলের সদস্যরা এনায়েতপুরের এক বাড়িতে হামলা চালিয়ে এক ব্যবসায়ীর জন্য রাখা কাপড় ও স্বর্ন লুট করেছে। এসময় লুটপাটে বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়েছে ডাকাত দলের সদস্যরা। আহত হোসেন আলী (২৭) গ্রামের কৃষক ভোলা মিয়ার ছেলে। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে যমুনার ভাঙ্গনে বিপর্যস্ত আড়কান্দিতে ১৫/২০ জনের একটি নৌ-ডাকাত দল কৃষক ভোলা মিয়ার বাড়িতে হামলা চালায়। তখন অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে এবং তার ছেলে তাঁতের কাপড় ব্যবসায়ী হোসেন আলী বাধা দেয়ায় তাকে কুপিয়ে আহত করে। এসময় ডাকাতরা হোসেনের নববধূ ও বোনের সাড়ে ৫ ভরি স্বর্ন এবং ট্যাং ভর্তি ৭০/৮০ হাজার টাকার তাঁতের কাপড় এবং অন্যান্য জিনিস লুট করে নিয়ে যায়।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা ডাকাতরা চলে যায়। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বিষয়টি আমার জানা নেই। তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেব। তবে আমাদের নৌকা যোগে পুলিশ টহল অব্যাহত রয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি