ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

এনায়েতুল্লাহ খানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১০ নভেম্বর ২০১৮

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক নিউ এজের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাপ্তাহিক হলিডের সাবেক প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার, ১০ নভেম্বর ২০১৮। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৫ সালের ১০ নভেম্বর কানাডার টরন্টো জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এনায়েতুল্লাহ খান পাকিস্তান অবজারভার-এর প্রদায়ক হিসেবে ১৯৫৯ সালে সাংবাদিকতা শুরু করেন। ১৯৬৫ সালে হলিডে প্রতিষ্ঠা করেন।

এনায়েতুল্লাহ খান ১৯৭৩-৭৬ সালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং ১৯৮৪-৮৫ সালে ঢাকা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৩ সালে প্রকাশ করেন নিউ এজ। সাংবাদিকতা ছাড়াও তিনি মন্ত্রী এবং কয়েকটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাকাণ্ডের তথ্য অনুসন্ধান কমিটির অন্যতম অগ্রদূত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি