ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেটার তাসকিন আহমেদের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫৮, ৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেটার তাসকিন আহমেদের জন্মদিন আজ। তিনি ১৯৯৫ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। তাসকিন ডানহাতি ফাস্ট বোলার হিসেবে বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত খেলছেন। 

২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। একই বছর ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। ওই খেলায় তিনি ৫ উইকেট লাভ করেন। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন। 

২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।

বাংলাদেশের এ ক্রিকেটারের জন্মদিনে একুশে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন তাসকিন।

তাসকিন আহমেদের জন্ম ঢাকায়। ধানমণ্ডির আবাহনী মাঠে ক্রিকেট খেলতেন ছোট থেকেই। অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ দলে প্রথম ডাক আসে। খেলেছেন জাতীয় দলের “পাইপ লাইন” হিসেবে বিবেচিত অনূর্ধ্ব ১৯ দলেও। এই দলের হয়ে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্বও তার। ২০১২ সালের সেই আসরে তাসকিনের অর্জনের ঝুলিতে যোগ হয়েছিল ১১টি উইকেট।

তখনও জাতীয় দলে ডাক আসেনি। তাসকিন মাতিয়ে রেখেছিলেন বিপিএল। প্রথমবার খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। পরের বছর চিটাগং ভাইকিংসের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ঢাকা মেট্রোপলিশ-এর হয়ে।

তাসকিন আহমেদের ভাগ্যের মোড় ঘুরে যায় ২০১৪ সালে ১ এপ্রিল। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে সুযোগ পান তিনি। সে ম্যাচে পেয়েছিলেন অজি হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট।

এরপর ২০১৪ সালের ১৭ জুন ওয়ানডে অভিষেক। ভারতের বিপক্ষে সে ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ডেব্যুতেই ৫ উইকেট পান তাসকিন আহমেদ।

সৌভাগ্যের বরপুত্রের টেস্ট অভিষেক হয় ২০১৭ সালের ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচেই পেয়েছিলেন কেন উইলিয়ামসনের উইকেট।  

এরপর সব ধরনের ক্রিকেটেই আবশ্যক হয়ে যান তাসকিন। এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৫টি, টেস্টে ১৫টি আর টি-টোয়েন্টিতে ১৪টি উইকেট আছে তাসকিনের সংগ্রহে।

সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজেও “ম্যান অব দ্য সিরিজ” হয়েছেন এই তারকা ক্রিকেটার। তাসকিনের ধারাবাহিকতার ওপর অনেকটাই নির্ভর করে দেশের জয়। একটি স্পিন অধ্যুষিত বোলিং অ্যাটাকে একজন পেসারের উত্থান সহজ নয়। তাসকিন আহমেদ তাজিম তাই বাংলাদেশের এক অমূল্য সম্পদ। আজ তার জন্মদিনে তাই তার অনাগত আরও অনেক সাফল্যের প্রার্থনায় ক্রিকেট ফ্যানরা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি