ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

এপ্রিলই সবচেয়ে ভয়াবহ মাস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৫ এপ্রিল ২০২১

ব্রাজিলে করোনা মহামারি শুরুর পর চলতি এপ্রিলই সবচেয়ে ভয়াবহ মাস। দেশটিতে এখনও পর্যন্ত এ মাসে সবচেয়ে বেশি সংখ্যক লোক করোনা ভাইরাসে মারা গেছে। ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

দক্ষিণ আমেরিকার ফুটবলপ্রিয় দেশটিতে চলতি এপ্রিলে রেকর্ড ৬৭ হাজার ৯৭৭ জন মারা গেছে। মার্চে মারা গিয়েছিল ৬৬ হাজার ৫৭৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৯৮৬ জন। সাত দিনের গড়ে প্রতিদিন মারা গেছে ২ হাজার ৫৪৫ জন।

শনিবার ব্রাজিলে নতুন করে শনাক্ত হয়েছে ৭০ হাজার ১০৫ জন। গত দু’সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৬০ হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। 

ল্যাটিন আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ ব্রাজিল। দেশটির ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৮৯ হাজার ৬০৯ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যুর বক্ররেখাটি স্থিতিশীল হচ্ছে।

এদিকে মোট জনসংখ্যার মাত্র ৫.৮ শতাংশ লোককে পুরোপুরি টিকা দিতে পেরেছে ব্রাজিল সরকার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি