ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এপ্রিলে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৩ মে ২০২৩ | আপডেট: ১১:৩৪, ৩ মে ২০২৩

সদ্য বিদায়ী এপ্রিল মাসে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ২৭ শতাংশ কম। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বর্তমান বিনিময় হার ধরে হিসাব করলে যা প্রায় ১৮ হাজার ২শ’ কোটি টাকা।

গত বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার। এদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে দেশে মোট রেমিট্যান্স আসে ১৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।  
 

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি