ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এফ-গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি জার্মানী ও মেক্সিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ১৭ জুন ২০১৮ | আপডেট: ২১:২৬, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এফ-গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে জার্মানী ও মেক্সিকো। বাংলাদেশ সময় রাট ৯ টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মাঠে নামে এ দুই দল।

২০১৪ এর ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মানীর জন্য শক্ত প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো। আর তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ানদের জন্য আজকের ম্যাচ হতে পারে বেশ কঠিন। সেই সাথে, আগের বিশ্বকাপ জয়ী দলের অনেক খেলোয়াড়ই নেই দলে। ২৩ সদস্যের দলে জায়গা হয়নি আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোল করে শিরোপা এনে দেওয়া মারিও গোজি।

তবে মেক্সিকোর জন্য আতংক হতে পারে অভিজ্ঞ ওজিল, ক্রুজ ও মুলার।

এদিকে মেক্সিকোর জন্য অপেক্ষা করছে কনফেডারেশন কাপে হারের বদলা নেওয়ার সুযোগ। গত বছর ঐ টুর্নামেন্টে জার্মানীর সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয় মেক্সিকোকে। এক্ষেত্রে শেষ ১৬ ম্যাচে মাত্র একটি ম্যাচে হারা মেক্সিকোর আত্মবিশ্বাস বেশ কাজে আসতে পারে কার্লোস অসরিও এর শিষ্যদের।

মূল লাইন আপ

জার্মানি (৪-২-৩-১)

নিউয়ার (গোলরক্ষক), প্ল্যাটেনহার্ড, হামেলস, খেদিরা, ড্রাক্সলার, ক্রুজ, ওয়ারনার, ওজিল, মুলার, বোয়েটিং, কিমিচ।

মেক্সিকো (৪-২-৩-১)

অচোয়া (গোলরক্ষক ও অধিনায়ক), আয়ালা, সালকেডো, লায়ুন, কার্লোস, হার্নান্দেজ, মরেনো, হেরেরা, গুয়ারাডো (অধিনায়ক), লোজানো, গালারডো।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি