ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এফডিসিতে চলছে চিত্রনায়ক জসিম উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২১, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রয়াত চিত্রনায়ক জসিমকে স্মরণ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে আয়োজন করা হয়েছে চিত্রনায়ক জসিম উৎসব। শুক্রবার সন্ধ্যা ৬টায় মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে এক আনন্দঘন পরিবেশে এ উৎসব শুরু হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ নামে একটি সংগঠন।

অনুষ্ঠানে এ প্রজন্মের এবং পুরাতন শিল্পীরা নাচ গান পরিবেশন করেন। তাদের মধ্যে রয়েছেন, নাসরিন, অঞ্জনা, মিষ্টি মারিয়া, রাভিনা বৃষ্টি, প্রিয়াঙ্কা, রানা, তানিন সুবহাসহ আরো অনেকে। নৃত্য পরিচালনা করেন মাইকেল বাবু ও রতন।

অনুষ্ঠানটির আয়োজন প্রসঙ্গে নৃত্য পরিচালক মাইকেল বাবু বলেন, আমরা প্রায় ১০ দিন ধরে এ অনুষ্ঠানটির জন্য প্রস্তুতি নিয়েছি। শিল্পীদের অনুশীলন করিয়েছে। জসিম ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ। গত বছরও এখানে জসিম উৎসব হয়েছিল। এবারও আমরা তাকে স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করি।

নায়ক জসিম চিত্রপরিচালক দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তারপর ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’সহ অসংখ্যা সুপারহিট ও প্রায় দুইশতাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে মানুষকে মুগ্ধ করেছিলেন। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পৃথিবীর মায়া ছিন্ন করে ভক্তদের কাঁদিয়ে চির বিদায় নেন।  

 

এসি/আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি