এফবিআই প্রধানের সাথে ট্রাম্পের আলোচনার অডিও
প্রকাশিত : ১২:৩৪, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৯, ১৫ মে ২০১৭
সাবেক এফবিআই প্রধান জেমস কোমির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার অডিও টেপ সম্পর্কে জানতে চেয়েছে সিনেট।
স্থানীয় সময় রোববার এ বিষয়টি উঠে আসে। গেল শুক্রবার ট্রাম্পের দেয়া এক টুইট বার্তার পর কোমির অপসারনের বিষয়টি আবারো আলোচনায় আসে। কোমির সাথে সংলাপের কোন অডিও টেপ নেই জানিয়ে টুইট করেন ট্রাম্প। তবে ডেমোক্রেটদের দাবী, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তের কারণেই কোমি বরখাস্ত হয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউজ জানায় কর্তব্যে গাফিলতির জন্যই কোমিকে অপসারণ করা হয়। এদিকে, ট্রাম্পের সাথে আঁতাতের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।
আরও পড়ুন