ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

এফবিসিসিআই নির্বাচনে বিজয়ী প্রার্থীরা দেশের উন্নয়নে কাজ করবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:১৯, ১৫ মে ২০১৭

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যায় জানিয়েছেন এফবিসিসিআই এর ২০১৭-২০১৯ মেয়াদের নির্বাচনে বিজয়ী প্রার্থীরা। এ্যাসোসিয়েশন প্যানেলে সম্মিলিত গণতান্ত্রিক ফোরামের ১৬ এবং ব্যাবসায়িক ঐক্য ফোরাম থেকে ২জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
এ মিছিল ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনের পরিচালক পদের বিজয়ী ও সমর্থকদের।
গেল রাত সাড়ে ১১টার দিকে আগমী ২বছরের জন্য নির্বাচিত পরিচালকরা উচ্ছ্বাস প্রকাশ কওেরন। বলেন, উন্নয়নে কাজ করার প্রত্যয়।
আগামী অর্থ বছরে নতুন ভ্যাট আইন ব্যবস্যাবান্ধব করতে ভূমিকা রাখার অঙ্গিকারও তাদের।
চেম্বার গ্রুপে একটি প্যানেলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় এবার কেবল এসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক নির্বাচনে ভোট হয়েছে। সম্ভাব্য সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান সকল ভেদাভেদ ভুলে কাজই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য ।
নির্বাচিত পরিচালকেরা  ১৬ মে সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচন করবেন।



 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি