এবার অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন শুরু
প্রকাশিত : ২০:৪২, ১৩ জানুয়ারি ২০২৫
চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশনের শুরু করেছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া এসআই ক্যাডেট হিসেবে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
অব্যাহতি পাওয়া আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় আমরা সবাই আজ সোমবার আবার অবস্থান কর্মসূচি পালন করেছি।
তিনি আরও বলেন, সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আজ এখন থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ের সামনেই অবস্থান করবো।
এদিকে, সোমবার সকাল ১০টা থেকে আব্দুল গনি রোডে সচিবালয়ের ১ ও ২ নম্বর গেটের বিপরীত পাশে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এর আগে গত ৫ ও ৬ জানুয়ারি পর পর দুইদিন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন তারা।
উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ জারি করে একাডেমি। ইতোমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, সেমাবার বিকেলে তিন দাবি পূরণে সচিবালয়ের সামনে অনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী বুধবার সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে মর্মে লিখিত চিঠি পাওয়ার পর অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এমবি
আরও পড়ুন