এবার কঠোর অবস্থানে স্পেন
প্রকাশিত : ১৩:৪৯, ২৬ অক্টোবর ২০২০
বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ পার করছে ইউরোপের দেশগুলো। চলতি মাসেই সংক্রমণ ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় জরুরি অবস্থায় ফিরে যায় এ অঞ্চলের দুই রাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স। এবার সেই পথেই হাটল স্পেন।
দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কারফিউয়ের পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোববার এক ঘোষণায় রাত্রিকালীন এই কারফিউ ঘোষণা করেন। যা আগামী ১৫ দিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। খবর বিবিসির।
পাশাপাশি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের লোকজনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি এবং জরুরি অবস্থার সময় বাড়ানোর হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে একই ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছিল গত এপ্রিলে। যখন করোনার প্রথম প্রাদুর্ভাব শুরু হয় দেশটিতে। যেখানে ইতোমধ্যেই সংক্রমণ ১১ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে মারা গেছে প্রায় ৩৫ হাজার মানুষ। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। অপরদিকে চলতি বছরের শুরুর দিকে করোনার প্রথম ধাক্কায় ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হচ্ছে স্পেন। সংক্রমণ নিয়ন্ত্রণে স্পেনকে প্রথম থেকেই কঠোর লকডাউন জারি করতে হয়েছে যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি ছিল।
এআই//