ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১১ সেপ্টেম্বর ২০২৩

মুশফিক-মন্ডি দম্পতি। ফাইল ছবি

মুশফিক-মন্ডি দম্পতি। ফাইল ছবি

Ekushey Television Ltd.

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে এক পোস্টে মুশফিক লেখেন, 'সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা ও সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।'

চলমান এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে রোববার দেশে ফিরেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত ম্যাচের আগেই দেশে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

সোমবার সকালে দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন মুশফিক। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। 

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। 

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি