ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এবার কুবি’র সহকারী প্রক্টর ও হাউজ টিউটরের পদত্যাগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ, শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে আরও দু’জন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা হল প্রভোস্টের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের প্রতিবাদ জানিয়ে হাউজ টিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কুলছুম আক্তার স্বপ্না।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. সাহেদুর রহমান। তিনি উপাচার্যপন্থি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত।

পদত্যাগপত্রে কুলছুম আক্তার বলেন, অবগতির জন্য জানাচ্ছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু, আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের প্রতিবাদে আমি হাউজ টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।

এছাড়াও আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানান তিনি।

অন্যদিকে, সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান। মঙ্গলবার মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। উপাচার্যের কার্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষকদের ওপর 'হামলা করার’ ঘটনার পর এ সিদ্ধান্ত নিলেন তিনি।

এর আগে, গত দুই সপ্তাহে প্রশাসনের স্বেচ্ছাচারিতা, অব্যবস্থাপনা, প্রশাসনিক অসদাচরণ, ব্যক্তিতান্ত্রিকতা এবং শিক্ষকদের প্রতি অন্যায্য আচরণের কারণ দেখিয়ে আরও তিনজন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি