এবার কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ
প্রকাশিত : ১৬:০১, ৯ মার্চ ২০২৫

নরসিংদীর পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে আশ্রয় দেওয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে গণধর্ষণ করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।
দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকহারুল ইসলাম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
অন্যদিকে, নরসিংদীতে ২৩ বছর বয়সী গর্ভবতী এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হলে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এএইচ
আরও পড়ুন