ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

এবার কোকাকোলার বোতলে ফেন্সিডিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ৭ সেপ্টেম্বর ২০১৮

এবার অভিনব পন্থায় পাচার হচ্ছে নেশাজাত কোমল পানীয় ফেন্সিডিল। আর অভিনব এ পন্থাটির খবর বেরিয়ে এসেছে গোয়েন্দা পুলিশের অভিযানে। নড়াইল শহরের হাতিরবাগান মোড় থেকে মাদক কারবারি শহিদকে (২৮) ফেন্সিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। আর তার কাছ থেকেই পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই এই অভিনব পন্থা বেছে নিয়েছে পাচারকারীরা। এ ক্ষেত্রে তারা বেছে নিয়েছে কোমল পানীয় জাতীয় নানা পণ্যের বোতলকে।

জানা গেছে, শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে নড়াইল শহরের হাতিরবাগান মোড় থেকে মাদক কারবারি শহিদকে (২৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কোকাকোলার বোতলে রাখা ফেনসিডিলসহ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সহিদ ঢাকার নবাবপুর এলাকার নূর জামানের ছেলে। ওসি আশিকুর রহমান জানান, সহিদ যশোর থেকে ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল-যশোর সড়কের হাতিরবাগান মোড়ে বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।


এর আগে গত ৩১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় দু’টি ফলের ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ নড়াইল সদরের ফেদী গ্রামের দাউদ মোল্যার ছেলে ইয়াকুব মোল্যাকে (২৮) আটক করে ডিবি পুলিশ। এদিকে, ১১ আগস্ট দুপুরে নড়াইলের সীমাখালির এলাকা থেকে ডিজিটাল ক্যামেরার ব্যাটারির ভেতর থেকে ১০০ পিস ইয়াবাসহ সালমান শরীফকে (২৩) আটক করে সদর থানার এএসআই আনিসুজ্জামান।

সালমান সীমাখালির ইউনুস শরীফের ছেলে। এছাড়া গত ৫ আগস্ট নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রিজ এলাকায় মিনিকেট চালের তিনটি বস্তার ভেতর থেকে ২২৬ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় মাদক কারবারি শওকত আলীকে (৪৫) আটক করা হয়। শওকতের বাড়ি যশোরের বেনাপোল থানার কাগজপুকুর গ্রামে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি