ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার ক্রিকেটার মারুফের বিরুদ্ধে ‘স্ত্রী’ নির্যাতনের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:২৩, ২৮ আগস্ট ২০১৭

ক্রিকেটার মেহেদী মারুফের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন এক তরুণী। নিজেকে স্ত্রী দাবি করে রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ওই তরুণী।


হাকিম আবু সালেম মো. নোমান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান।


মারুফ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সর্বশেষ আসরের ঢাকা ডাইনামাইটসের পারফরমেন্সে নজর কেড়েছিলেন নির্বাচকদের। নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে নাম থাকলেও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। চলতি বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন মেহেদী মারুফ।
ওই নারী জানান, তিনি চট্টগ্রামের বাসিন্দা হলেও তার ও মেহেদী মারুফের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়ায়। সে রেলওয়েতে কর্মরত।


মামলায় বলা হয়েছে, ২০০৯ সালের ২৯ নভেম্বর ‘পারিবারিকভাবে’ মারুফের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় রেলওয়ে হাসপাতাল কলোনিতে তার বাসায় থেকেই মারুফ ক্রিকেট অনুশীলন করেন। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত মারুফ সেখানে অবস্থান করেন।

ওই তরুণী বলছেন, মারুফ অন্য একটি মেয়ের সঙ্গে ‘পরকীয়ায়’ জড়িয়েছেন। মারুফ এখন আলাদা বাসায় থাকেন। তার অভিযোগ, সে সন্তান সম্ভবা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন মারুফ। এতে রাজি না হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি রাতে মারুফ মারধর করলে অসুস্থ হয়ে তার গর্ভপাত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন তিনি ।
//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি