ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

এবার গার্দিওলার জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:১৬, ১০ মার্চ ২০১৮

কিছুদিন আগে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কাপের পঞ্চম রাউন্ডে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে মারামারির ঘটনায় ম্যানসিটিকে ৫৮ লাখ টাকা জরিমানা হয়।

এবার বুকে হলুদ ফিতা পরে মাঠে আসায় দলটির কোচ পেপ গার্দিওলাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে এফএ। অ্যাসোসিয়েশনের দাবি, কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে তিনি হলুদ ফিতা পরেন, যা রাজনৈতিক বার্তা বহন করে।

গত বছর নভেম্বরে জামায় হলুদ ফিতা বেঁধে তুমুল বিতর্কের মুখে পড়েন তিনি। ম্যাচ শেষ হলুদ ফিতা বেঁধে সংবাদ সম্মেলনও করেন পেপ। কিন্তু তার ফিতাটা যে রাজনৈতিক বার্তা বহন করছে শুরুর দিকে সেটা তিনি অস্বীকার করেন। এমন কি ফুটবল অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে অভিযোগ আনলেও তা নাকচ করে দেন পেপ।

তবে এক পর্যায়ে তাকে শুনানির জন্য ডাকা হয়। তোপের মুখে গার্দিওলা গত সপ্তাহে দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এতে তার শাস্তি এড়ানো সম্ভব হয়নি। হলুদ ফিতা বেঁধে ডাগ আউটে দাঁড়ানো এবং সংবাদ সম্মেলন করায় সিটির স্প্যানিশ কোচকে ২৩ লাখ টাকা (বিশ হাজার পাউন্ড) জরিমানা করেছে এফএ। পাশাপাশি স্প্যানিশ কোচকে সতর্কও করা হয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি