এবার টিকা নিলেন জেমস
প্রকাশিত : ১২:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২১
কেটে গেছে টিকা আতঙ্ক। একে একে সবাই টিকা নিচ্ছেন। শীর্ষ রাজনীতিক থেকে শুরু করে বড় তারকারাও নিচ্ছেন করোনার টিকা। এবার করোনাভাইরাস প্রতিরোধ করতে টিকা নিলেন দেশের শীর্ষ রকস্টার জেমস।
জানা গেছে, কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস নিজেই উদ্যোগী হয়ে টিকা নিয়েছেন।
এ রকস্টার মনে করেন, দেশের সব নাগরিকেরই এই টিকা নেওয়া জরুরি।
তিনি বুধবার দুপুরে শাহবাগের বিএসএমএমইউর স্বাস্থ্যকর্মী সাদিয়া সুমি জেমসের ডান বাহুতে টিকা পুশ করেন।
শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার বিষয়ে পজিটিভ ছিলেন। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বুধবার দুপুর ১টায় বিএসএমএমইউতে গিয়ে টিকা গ্রহণ করেন।
টিকা নেওয়ার পর জেমস হাসি-খুশি ও স্বাভাবিক আছেন।
এসএ/