ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ডি মারিয়াকে দলে ভেড়াতে চায় মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৪ মে ২০২৪

Ekushey Television Ltd.

আক্রমণভাগ শক্ত করতে মেসি-সুয়ারেজের পর এবার ডি মারিয়াকে কিনতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।

বর্তমানে বেনফিকার হয়ে খেলছেন আর্জেন্টাইন উইঙ্গার। পর্তুগিজ লিগটিও প্রায় শেষের দিকে। বেনফিকার হয়ে ডি-মারিয়ার চুক্তিও শেষ। সেই সুযোগটিই নিতে চাচ্ছে ইন্টার মায়ামি। 

সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, আক্রমণভাগে মেসি-সুয়ারেজের মতো তারকা খেলোয়াড়রা থাকলেও তাদের পক্ষে মায়ামি জার্সিতে প্রতিটি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। এতে আক্রমণভাগে আরেকজন অভিজ্ঞ স্ট্রাইকার চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। 

দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে কোপা আমেরিকার পর ইন্টার মায়ামির জার্সিতে দেখা যেতে পারে ডি-মারিয়াকে।

শেষ পর্যন্ত যদি ডি মারিয়া রাজি হন, তাহলে তিনি মেসির চতুর্থ সাবেক সতীর্থ হবেন যিনি ইন্টার মায়ামিতে তার সঙ্গে যোগ দেবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি