ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ডেঙ্গুতে মারা গেলো স্কুলছাত্র রাইয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাইয়ান সরকার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রাইয়ান মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে রাইয়ান মারা যান বলে নিশ্চিত করেছেন তার এক আত্মীয়। রাইয়ান স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানান তিনি।

রাইয়ানের ওই আত্মীয় বলেন, ‘রাইয়ানের ১১তম জন্মদিন ছিল ৩১ জুলাই। সেদিনই জ্বর আসলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে বলে জানান চিকিৎসকেরা। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রক্ত দেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর অবনতি হলে দুপুর দেড়টায় সে মারা যায়।’

রাইয়ানরা এক ভাই ও এক বোন ছিলেন বলেও জানান তার ওই আত্মীয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি