এবার নরওয়েতে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বিমান
প্রকাশিত : ১৯:০৭, ২৯ ডিসেম্বর ২০২৪
বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনার ঘটনা বেড়ে চলেছে। রোববার একদিনেই বিশ্ব দেখেছে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং কানাডার দুর্ঘটনা। এবার নরওয়েতে আরও একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২৯ ডিসেম্বর) সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ ডিসেম্বর) নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও নরওয়ের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি।
প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরও তারা সবাই অক্ষত আছেন।
রয়্যাল ডাচ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইট নম্বর কেএল১২০৪ বিমানটি অসলো টর্প সানডেফজর্ড বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে ১৮-এর ডান দিকে ছিটকে পড়ে। বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই আবারও সেখানে ঘুরে আসে।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে অবতরণের সময় দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলছে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সবাই নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও কানাডার হালিফাস্ক বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় পড়ে। অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার কানাডার বিমানটি। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পরই ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।
এমবি
আরও পড়ুন