ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার নেতিবাচক চরিত্রে শ্রদ্ধা কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১১:৫২, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

শিগগির মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুরের নতুন ছবি ‘হাসিনা পার্কার’। এই ছবিতে তাঁকে প্রথমবার দেখা যাবে এক নেতিবাচক চরিত্রে। অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবনীর ওপর নির্মিত এই ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে হাসিনার ভূমিকায়।

ছবির চরিত্র সম্পর্কে শ্রদ্ধা বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের মধ্যে সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্র। এখানে অনেক ইতিবাচক চরিত্রে অভিনয় করেছি। আশাকরি দর্শকরা একটি ভিন্নধর্মী ছবি দেখতে পাবেন।’

হঠাৎ এ ধরণের চরিত্রে কেন অভিনয় প্রসঙ্গে শ্রদ্ধা বলেন ‘আমি ভিন্নধর্মী কোনো চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। এ কারণের হাসিনা ও সানিয়া নেহওয়াল এর মত জীবনী চরিত্রে অভিনয় করছি। আমি মনে করি এটি আমার জন্য সেরা সুযোগ নিজেকে প্রমাণ করার। আশা করছি ছবি মুক্তি পাওয়ার পর অন্যরাও এতে উৎসাহিত হবে।’

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি