ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার নোয়াখালী বিভাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নোয়াখালীকে বিভাগ দাবি দীর্ঘদিনের। এবার এই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি লিখেছেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠন ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল। চিঠিতে প্রধান উপদেষ্টার কাছে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান তিনি। 

রাসেল জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহান বীর সেনানী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা আমাদের এই নোয়াখালী। এই জেলায় জন্ম হয়েছে অনেক জ্ঞানীগুণী জনের; যারা নিজ ব্যক্তিত্বে, জ্ঞানে, গুণে, মেধায়, মননে, কর্মে, কথনে ইতিহাসে কীর্তিমান। ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ একটি জেলা আমাদের নোয়াখালী; যার রয়েছে নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্য, রয়েছে স্বকীয়তায়পূর্ণ নিজস্ব কৃষ্টি ও কালচার, যার সীমানা বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে  কুমিল্লা ও চাঁদপুর জেলার তিন ভাগের দুই ভাগ এলাকার লোকজন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

অপরদিকে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে নোয়াখালীর সুপ্রতিষ্ঠিত শিল্পপতিরা ও তরুণ ব্যবসায়ীরা, যাদের অবদানে শতকরা ৩৫ ভাগ অর্থনীতির চাকা সচল রয়েছে। ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত নোয়াখালীর রেমিট্যান্স যোদ্ধাদের রেমিট্যান্সে সমগ্র দেশ এগিয়ে যাচ্ছে বিপুল সম্ভাবনার দিকে। শুধু তাই নয়, বীরসন্তান রুহুল আমিন ও ভাষা শহিদ সালামের নোয়াখালীতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে আরেকটি নতুন বাংলাদেশ যা ‘স্বর্ণদ্বীপ’ নামে পরিচিত, যার আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারের চাইতেও বেশি।

রাসেল বলেন, আমাদের আছে দেশি-বিদেশি পর্যটকদের মনজুড়ানো নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত, প্রকৃতির সৌন্দর্যের আঁধার ‘নিঝুম দ্বীপ’ যা দেশের পর্যটন খাতে বিশেষ অবদান রাখার সম্ভাবনা রয়েছে। সবদিক বিবেচনায় ২০০৮ সাল থেকে ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বের ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লাকে নয়, ১৬০ কিলোমিটার দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই স্বনামে প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়নের দাবি তোলেন বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।

এদিকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৭৭২ সালে সৃষ্ট,  অত্যন্ত সুপরিচিত ও ২০০ বছরের প্রাচীন জেলা নোয়াখালী, যার আয়তন ৪ হাজার ২০২.৭০ কিলোমিটার। অপরদিকে ১৯৬০ সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা; যার আয়তন ৩ হাজার ৮৭.৩৩ কিলোমিটার। সুতরাং জনসংখ্যা ও আয়তন উভয় দিক বিচার, বিশ্লেষণ করে বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লাকে নিয়ে নোয়াখালী নামে নোয়াখালী বিভাগ গঠন অত্যন্ত যৌক্তিক ও জরুরি। তাই আমরা প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. ইউনূসের কাছে খোলা চিঠি প্রেরণ করি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি