ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

এবার ফিলিস্তিনের বেদুইন গ্রামের উপর নজর ইসরায়েলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ২ জুন ২০১৮

ফিলিস্তিনের পশ্চিমতীরের খান আল আহামার এলাকায় বেদুইনদের একটি গ্রামের উপর এবার নজর পড়েছে ইসরায়েলের। দখলদারিত্বের অংশ হিসেবে সে গ্রামটি ধ্বংস করে নতুন বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসরায়েল সরকার।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান ইতোমধ্যে ঘোষণা করেছেন সেই গ্রামটিতে অন্তত আড়াই হাজার বসতি নির্মাণের অনুমতি দেওয়া হবে। গত সপ্তাহেই ইসরায়েলের উচ্চ আদালত ফিলিস্তিনিদের দখলে থাকা ভূখণ্ড অবৈধ বলে জানিয়েছে। ফলে সেখানে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করে ইসরায়েলিদের জন্য বসতি নির্মাণে আর বাধা নেই।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি