ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

‘বাংলাদেশ’ লেখা ব্যাগ কাঁধে নিয়ে সংসদে গেলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১৬ ডিসেম্বর) ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে প্রবেশ করলে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতাদের তোপের মুখে পড়েন তিনি।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও আইনপ্রণেতারা। তারাও একই ধরনের ব্যাগ সঙ্গে নিয়ে আসেন। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কার ওই ব্যাগে লেখা ছিল ‘বাংলাদেশ’। এ ছাড়া ব্যাগে আরও লেখা রয়েছে, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান’।

প্লাকার্ড ও ব্যাগ হাতে সংসদের বাইরে তারা বিক্ষোভও করেছেন। 

এর আগে সোমবার প্রিয়াঙ্কা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রসঙ্গে বলেন, ভারত সরকারকে এ বিষয়ে জোরালো অবস্থান নিতে হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিতদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে। 

সোমবার ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে করে পার্লামেন্টে আসেন প্রিয়াঙ্কা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নেন তিনি। 

এতে বিজেপি নেতারা প্রিয়াঙ্কাকে খোঁচা দেন। তাদের ভাষ্য, ফিলিস্তিন নিয়ে কথা বললেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নিশ্চুপ প্রিয়াঙ্কা। তাই একদিন পরেই বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে করে নিয়ে বিক্ষোভ করেছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি