ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ব্রাজিলের বাজির ঘোড়া ফিরমিনো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৯ জুন ২০১৮ | আপডেট: ১৮:০৭, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের আর মাত্র পাঁচদিন বাকি। আগামী ১৪ জুন থেকে গোটা বিশ্বের চোখ থাকবে রাশিয়ায় ১২টি ভেন্যুতে। সময় যতো ঘনিয়ে আসছে, দর্শকদের উম্মাদনাও তত বড়ছে। এখন ফুটবল প্রেমীদের মনে কৌতূহল, কেমন খেলবে এবার প্রিয় দল? কে জিতবে বিশ্বকাপ?

রাশিয়া বিশ্বকাপে খেলছেন উইঙ্গার রবার্তো ফিরমিনো। সব মিলিয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত এ তারকা ফুটবলার।

ফিরমিনো একটু চুপচাপ থাকতেই ভালোবাসেন। সে একটু লাজুক স্বভাবেরও। তবে ফিরমিনোর স্ত্রী লারিসা বলেন, ‘ক্যামেরার বাইরে ও এতটা লাজুক নয়।’ তবে যাইহোক, ফিরমিনো মাঠে কিন্তু মোটেই অমন নয়। লিভারপুলের জার্সিতে বিদায়ী মৌসুমে ৫৫ ম্যাচে ২৬টি গোল তার। শুধু তাই নয, করিয়েছেন ১৪টি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের ২-০ গোলের জয়েও রয়েছে তার একটি গোল।

ফিরমিনো বলেন, চার বছর আগে অস্ট্রিয়ার বিপক্ষে আমি তরুণ ছিলাম। কিন্তু এখন আমি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ খেলি। দ্রুতই মানিয়ে নিয়েছি আর অনেক পরিণতও হয়েছি।

কিন্তু এরপরও বিশ্বকাপের শুরুর একাদশে জায়গা পেতে তাকে গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে লড়াই করতে হচ্ছে ফিরমিনোকে। এ লড়াই বিষয়ে ব্রাজিলের এ ফরোয়ার্ড বলেন, আমাদের এ লড়াইয়ে ব্রাজিলেরই লাভ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি