ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার মিমের নায়ক জিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

টালিউড সুপারস্টার জিৎ। এবার এই জিতের সঙ্গেই জুটি হয়ে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম সুলতান দ্য সাভিয়র।

সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজা চন্দ্র। ভারতের সুরিন্দ্রর ফিল্ম এবং জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত ফিল্ম যৌথভাবে প্রযোজনা করবে সিনেমাটি।

সিনেমাটিতে মিম ছাড়াও আরও অভিনয় করবেন প্রিয়াংকা সরকার। আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হবে সিনেমাটি। কলকাতায় মুক্তির পাশাপাশি সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশেও এটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন মিম। একই বছরে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চিত্রনায়িকা মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

মিম অভিনীত ‘আমার আছে জল’, ‘ব্ল্যাক’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘সুইটহার্ট’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘আমি তোমার হতে চাই’ ছবিগুলো মুক্তি পেয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি