ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

এবার মুকুল নেই বোম্বাই জাতের লিচু গাছে (ভিডিও)

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৭, ৩ এপ্রিল ২০২১

দিনাজপুরের লিচু বাগানে এবার বোম্বাই জাতের লিচুর মুকুল নেই। মুকুলের বদলে নতুন পাতায় গাছ ছেয়ে গেছে। তবে মাদ্রাজি ও বেদানাসহ অন্যান্য জাতের লিচু গাছে মুকুল এসেছে।

দিনাজপুর জেলায় চলতি মৌসুমে সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এর মধ্যে বোম্বাই জাতের লিচু সবচেয়ে বেশি। বোম্বাই জাতের বাগান মালিকরা হতাশ হলেও অন্যান্য জাতের লিচু চাষীরা আশার আলো দেখছেন। 

ব্যবসায়ীরা বাগানে এসে বোম্বাই জাতের লিচু গাছে মুকুলের অবস্থা দেখে ফিরে যাচ্ছে।

বাগান মালিকরা জানান, বোম্বাই জাতের ফলন নেই, শুধু পাতা আর পাতা। বছরে একটা আশা করে থাকি আমরা যেন লিচুর ফলনটা ভালো পাই। কিন্তু এবার আমাদের কোন আশা-ভরসা নেই।

গত মৌসুমে করোনা মহামারির কারণে ভালো দাম পায়নি লিচু চাষীরা। এবার বোম্বাই জাতের গাছে মুকুল না দেখে হতাশ কৃষক। 

কৃষকরা জানান, এবার বোম্বাই জাতের গাছে মুকুল নেই, আবহাওয়া খুব খারাপ। পার্টি আসে আবার ঘুরে ঘুরে চলে যায়। মাদ্রাজি কিছু দেখা যাচ্ছে, চায়না-৩ এবং বেদানা এগুলোও কিছু কিছু আছে।

কৃষি বিভাগ বলছে, অন্য জাতের লিচুর ফলন গত বছরের চেয়ে বেশি হবে। 

দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, কোন কোন জাতের ফুলের সমাবেশ একটু কম হয়েছে। আবার কোন কোন জাতের আমরা দেখেছি যে আশাতীত ফুল এসেছে। আমরা গড়ে ধারণা করে নিতে পারি যে এবারের ফলন গতবারের তুলনায় বেশি না হলেও অন্তত কম হবে না। 

লিচুর ভালো ফলন পেতে গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক। 
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি