ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে দিতে প্রস্তুত ক্রোয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ১২ ডিসেম্বর ২০২২

মদ্রিচ-মেসি

মদ্রিচ-মেসি

Ekushey Television Ltd.

দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য একটি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারদের তথা ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে দেয়া ক্রোয়োশিয়া। ম্যাচের আগে মেসি-মারিয়াদের একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলো মদ্রিচ-ব্রুনোরা।

সেমিফাইনালে মেসিকে নিয়ে কোনো বাড়তি পরিকল্পনা নেই বলে জানিয়েছে টিম ক্রোয়েশিয়া। ম্যান-টু-ম্যান মার্কিং নিয়েও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দলটি। তাদের পরিকল্পনা পুরো আর্জেন্টিনা দল নিয়েই। 

ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ বলেন, ‘আমাদের মেসিকে নিয়ে কোনো বাড়তি পরিকল্পনা নেই। আমরা একক কোনো খেলোয়াড় নিয়ে ভাবছি না। পুরো দলকে আটকানোর পরিকল্পনা করছি।’ 

চলতি বিশ্বকাপে একটি গোল পাওয়া এই তারকা আরও বলেন, ‘আমরা দল হিসেবে তাদের ঠেকাতে চেষ্টা করবো। ম্যান-মার্কিং নিয়ে ভাবছি না। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নয়। তাদের দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকে রুখে দিতে হবে।’ 

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ক্রোয়াটদের। এবার তাই টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার মিশনে রয়েছে ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে তারা। 

ব্রাজিলকে বিদায় করার পর তাই এবার আর্জেন্টিনাকেও বিদায় করতে প্রস্তুত তারা। এমনটাই জানিয়েছেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি