ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

এবার মোটরসাইকেলে মিললো ৩২টি সোনার বার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৬, ৭ আগস্ট ২০১৯

ভারতে পাচারকালে বেনাপোলের দূর্গাপুর মোড় থেকে বুধবার (৭ আগস্ট) দুপুরে ফেলে যাওয়া মোটরসাইকেলের সাইলেন্সার থেকে রাখা ২ কেজি ৮শ গ্রাম সোনা (৩২ টি সোনার বার) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, একজন সোনা পাচারকারী বাংলদেশ থেকে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করবে এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোল বিজিবির নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির বিশেষ একটি দল বেনাপোলের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

 এ সময় একজন সন্দেহভাজন মোটরসাইকেল চালক দূর থেকে বিজিবিকে দেখে বেনাপোল বাজারের দূর্গাপুর মোড়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সার থেকে ফিটিং অবস্থায় রাখা ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৮শ' গ্রাম। উদ্ধারকৃত সোনার বারগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, চলতি বছরের গত মার্চ মাস থেকে এ পর্যন্ত যশোরের সীমান্ত এলাকায় সোনা পাচার বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে ১১ কেজি ৩শ‘৬৩ গ্রাম সোনাসহ ৬ জনকে  আটক করা হয়েছে। বর্তমানে হুন্ডি, মাদক, চেরাচালান ও সোনা আটকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা। 
আই/কেআই


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি