ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার যৌন হয়রানির অভিযোগ রেবেল উইলসনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি হলিউড সেলিব্রেটিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তালিকাটি ক্রমেই বড় হচ্ছে। হলিউডের প্রভাবশালী পরিচালক হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে একাধিক নারী অভিনেত্রী অভিযোগ তুললে যৌন হয়রানির বিষয়গুলো ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। অভিযুক্তদের তালিকায় উঠে আসে কেভিন স্পেসি, স্টিভেন সেগালদের মতো তারকাদের নাম।

হলিউডের যৌন হয়রানি নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন। টুইটারে তিনি অভিযোগ করেন যে, প্রভাবশালী এক পুরুষ তারকা তাকে যৌন হয়রানি করেছেন। রেবেলকে অশ্লীল কাজ করতে বারবার বলে আসছিলো প্রভাবশালী এক তারকা।

রেবেল উইলসন বলেন, আমি তার প্রস্তাব প্রত্যাখান করেছিলাম। পুরো বিষয়টি আমার কাছে খুব ঘৃণিত মনে হয়েছিলো। হয়রানি সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য আমি ফিল্ম ইন্ডাস্ট্রির শত শত লোককে বিষয়টি জানিয়েছি। এজন্য অবশ্য হুমকিও পেয়েছিলাম আমি।

 

সূত্র : বিবিসি

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি