ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

(ভিডিও)

এবার রাশিয়ায় পুরুষ সাংবাদিক হেনস্তার শিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৩০, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার চলছে বিশ্বকাপ ফুটবল খেলা। সম্প্রতি সেখানে এক নারী সাংবাদিককে যৌন হেনস্তার সম্মুখিন হতে হয়েছে। এবার দক্ষিণ কোরিয়ার এক পুরুষ টিভি সাংবাদিকও সরাসরি সম্প্রচারের সময় যৌন হেনস্তার শিকার হয়েছেন।

এক ভিডিওতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেল এমবিএনের সাংবাদিক জিওন জিওয়াং রিওল গত ২৮ জুন মাইক্রোফোন হাতে সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় দুই রাশিয়ান তরুণী তার গালে চুমু খান। এ সময় রিওল বিষয়টি হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নিজের বিব্রত ভাব এড়াতে পারেননি।

এ ঘটনায় চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবোতে ঝড় উঠেছে। সেখানে এ ঘটনার জন্য রাশিয়ান নারীদের সমালোচনা না করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে এই বিশ্বকাপে নারী সাংবাদিককে যৌন হেনস্তার পর পুরুষ হেনস্তাকারীকে যেভাবে নিন্দা করা হয়, এ ঘটনায় রাশিয়ান নারীরা কেন সে রকম নিন্দার শিকার হচ্ছেন না—এ নিয়ে সরগরম হয়ে উঠেছে ওয়েবো।

একজন ওয়েবো ব্যবহারকারী লিখেছেন, ‘আগের ঘটনার প্রতিক্রিয়ার তুলনায় এর প্রতিক্রিয়া সম্পূর্ণ উল্টো।’

অন্য এক ওয়েবো ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘চুমুটি যদি সুন্দরী দেন, তাহলে সেটা আর হেনস্তা হয় না।’

বিগত কয়েক মাসে ওয়েবোতে প্রচুর যৌন হয়রানির ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। কর্তৃপক্ষ এসব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। গত সপ্তাতে এক ভিডিওতে বলা হয়, ‘নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ—সবাই যৌন হেনস্তার শিকার হতে পারেন। ভিডিওটি ওয়েবোতে ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) পড়ে।

সূত্র : বিবিসি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি