এবার রোজা কতটি জানালেন জ্যোতির্বিদরা
প্রকাশিত : ১৯:১১, ২০ মার্চ ২০২৫

চলতি বছর রমজানের রোজা ২৯ নাকি ৩০টি হবে, এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। তাদের মতে, এ বছর ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, ফলে রমজান ৩০টি পূর্ণ হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ।
বৃহস্পতিবার (২০ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র নিশ্চিত করেছে যে আগামী ২৯ মার্চ (২৯ রোজা) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা একদম শূন্য। আরব এবং ইসলামি বিশ্বের সব অঞ্চলে এই দিন চাঁদ দেখা অসম্ভব হবে। এর কারণ হলো, এ দিন চাঁদ সূর্যাস্তের আগে পশ্চিম আকাশে অস্ত যাবে এবং চাঁদের অমাবস্যা সূর্যাস্তের পর ঘটবে।
প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানিক পরিস্থিতির কারণে, চাঁদ দেখা সম্ভব হবে না। এছাড়া এটি খালি চোখে, টেলিস্কোপ বা অন্যকোনো উপায়ে পরীক্ষাও করা যাবে না। এজন্য, যেসব দেশে শাওয়াল মাস শুরু হওয়ার জন্য চাঁদ দেখার ওপর নির্ভরশীল, সেখানে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইদুল ফিতর ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
এদিকে, কিছু অঞ্চলে ঐতিহ্যগত চাঁদ দেখা পদ্ধতির ভিত্তিতে ৩০ মার্চ ঈদুল ফিতর ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৩১ মার্চই ঈদ উদযাপিত হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শনিবার দুপুরে পশ্চিম আরব বিশ্বে একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যা মোরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো দেশগুলো থেকে খালি চোখে দেখা সম্ভব হবে। এই সূর্যগ্রহণও প্রমাণ করে যে ওই সময় বা তার পরবর্তী ঘণ্টাগুলোতে চাঁদ দেখা যাবে না।
এমবি//
আরও পড়ুন